উত্তরদিনাজপুর

জলমগ্ন গ্রামের রাস্তা, জল নিকাসি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

নেই জল নিকাসি কোন ব্যাবস্থা। রাস্তায় জল জমে থাকার কারনে চলাচল করতে পারছেনা গ্রামবাসীরা। তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ইটাহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাঞ্চি গ্রামে যাওয়ার রাস্তায় বৃষ্টির জল জমে থাকায় অসুবিধায় ভুগচ্ছেন ওই গ্রামের পথ চলতি মানুষরা। ওই রাস্তার জল নিকাসের ব্যবস্থার দাবিতে ওই এলাকার মানুষরা প্রতিবাদে আজ এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বাঁশ এবং পাইপ ফেলে অবরোধ করে গ্রামবাসীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে দুরপাল্লার সমস্ত গাড়ি। ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ঘটনা স্থলে পৌছায় ইটাহার জয়েন্ট বিডিও পাটোয়ারী সোরেন। তার আশ্বাসে দীর্ঘ দুইঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসীরা। পরে জেসিবি এনে পাশে জমে থাকা মাটি সরিয়ে সাময়িক ভাবে জল নিকাসের ব্যবস্থা করা হয়।  আন্দোলনকারিদের অভিযোগ একাধিক বার ব্লক প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরা হলেও প্রশাসন তাদের আবেদনে সাড়া না দেবার জন্যই তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। জয়েন্ট বিডিও বলেন, এলাকার বাসিন্দাদের সমস্যা আছে। আমি পরিস্থিতি দেখে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।